প্রতিবন্ধী সাবেক নেতার বিরুদ্ধে যৌনহয়রানি-টাকা আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে থ্রি স্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বহিষ্কৃত সভাপতি শহিদ শেখের বিরুদ্ধে প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ ও যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রতিবন্ধী নারী পুরুষ অংশ নেন।

jagonews24

মানববন্ধনে প্রতিবন্ধীরা জানান, শহিদ শেখ সংগঠনের সভাপতি থাকাকালে প্রায় সাড়ে ৪০০ সদস্যের আড়াই বছরের সঞ্চয় অন্তত সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অসহায় প্রতিবন্ধীরা অনেক কষ্ট করে ওই সঞ্চয় জমা করেছিলেন। শুধু তাই নয়, তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের নাম ব্যবহার করে প্রতিবন্ধীদের বরাদ্দকৃত ঘর দেওয়ার কথা বলে বিভিন্ন প্রতিবন্ধীর কাছ থেকে টাকা নিয়েছেন।

এছাড়া শহিদ শেখের বিরুদ্ধে অসহায় এক প্রতিবন্ধীর মাকে যৌনহয়রানিও অভিযোগ করেন তারা।

jagonews24

হুসাইন নামের একজন প্রতিবন্ধী জানান, সরকার থেকে প্রতিবন্ধীদের জন্য ১০টি ঘর বরাদ্দ দেওয়া হয়। প্রতিবন্ধী নেতা হিসেবে শহিদ শেখকে নাম দেওয়ার দায়িত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম। কিন্তু শহিদ শেখ ১০টি জায়গায় ২০ জনের কাছ থেকে সরকারি ঘর দেওয়ার কথা বলে ১০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। পরে তারা জানতে পারেন সহকারী কমিশনার খুবই সৎ মানুষ, তিনি কোনো টাকা পয়সা নেননি।

ইয়াসিন সরদার নামের এক ব্যক্তি জানান, ঘর দেওয়ার কথা বলে শহিদ শেখ তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে।

jagonews24

রাহেলা বেগম নামে আরেক প্রতিবন্ধী বলেন, ঘর দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছেন।

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে শহিদ শেখ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে। প্রতিবন্ধীদের সঞ্চয়ের টাকা আমি আত্মসাৎ করিনি। কোনো সদস্য যদি তার সঞ্চয়ের টাকা ফেরত চায় তাহলে দিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, আমার নাম ব্যবহার করে টাকা গ্রহণের বিষয়টি সাতজন প্রতিবন্ধী লিখিত অভিযোগ করেছিল। আমি শহিদ শেখকে ডেকে এনে এরই মধ্যে ৫ জনের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। বাকিদের কাছ থেকে টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেছে। তাই তাদের আদালতে মামলা করতে বলেছি।

রুবেলুর রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।