লক্ষ্মীপুরে প্রচারণায় হামলা, স্বতন্ত্রপ্রার্থীকে মারধর
লক্ষ্মীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের আহমদ মিয়ারহাট এলাকা এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ঘোড়া প্রতীকের প্রার্থী ছালেহ উদ্দিন মানিক ওই এলাকায় প্রচারণায় বের হন। তারা আহমদ মিয়ারহাট এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের সমর্থক ইকবাল, আফসার, জুয়েল ও সোহেলসহ ৮-১০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায় অস্ত্র ঠেকিয়ে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে আহত করা হয়। পরে স্থানীয়রা চেয়ারম্যান প্রার্থী মানিকসহ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ছালেহ উদ্দিন মানিক বলেন, নৌকার সমর্থকরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। অস্ত্র ঠেকিয়ে বিভিন্ন রকম ভয় দেখায়। আওয়ামী লীগ প্রার্থীর অস্ত্রধারী লোকজন আমাদের ওপর কোনো কারণ ছাড়াই এ ঘটনা ঘটিয়েছেন।
নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আমিনের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে নৌকার সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/আরএইচ/এমএস