দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত যানবাহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

 

ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত ও ফেরি সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েক কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা গেছে।

জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া দেশের একটি গুরত্বপূর্ণ নৌরুট। এরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন নদী পার হয়ে রাজধানী ঢাকাসহ দেশের ২১ জেলায় যাতায়াত করে। ফলে সরকারের রাজস্ব আয় হয় লাখ লাখ টাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে ফেরি সংকট, কুয়াশাসহ নানান কারণে গুরুত্বপূর্ণ এ নৌরুটের উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় দিনের পর দিন আটকে থাকতে হচ্ছে পণ্যবাহী ট্রাকগুলোকে। ফলে নির্দিষ্ট সময়ে মালামাল গন্তব্য স্থানে পৌঁছে দিতে না পেরে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

jagonews24

এছাড়া যাত্রীবাহী পরিবহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে খাবার ও টয়লেট সমস্যায় পড়ছেন যাত্রী ও চালকরা। তাছাড়া নদী তীরবর্তী এলাকায় শীতের তীব্রতাও রয়েছে।

এ নৌরুটে স্বাভাবিক সময়ে ২০টি ফেরি চলাচল করলেও বর্তমানে চলাচল করছে ১৫টি। অন্য ফেরিগুলো মেরামতজনিত কারণে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ও পাটুরিয়া ভাসমান কারখানায় রয়েছে।

এদিকে কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়।

ঢাকামুখী যাত্রী শাহরিয়ার হোসেন, জালাল উদ্দিনসহ কয়েকজন যাত্রী জানান, কুয়াশা বা ফেরি কম বেশি বিষয় না, দৌলতদিয়ায় সব সময় নদী পারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। কর্তৃপক্ষ যদি মনে করে যাত্রীদের ভোগান্তি কমাবে, তাহলে সেটা করতেই পারে। কিন্তু তারা উদাসিন। ফেরি প্রয়োজন ২০টি, কিন্তু চলে ১৫টি। তাহলে লম্বা সিরিয়ালতো হবেই।

ট্রাকচালক আলমগীর হোসেন ও তোতা মিয়া জানান, গতকাল দুপুরে এসে সিরিয়ালে আটকা পড়েছেন। রাত থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরি বন্ধ ছিল। ফলে লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। কবে ফেরি পাবেন জানেন না। এই শীতের মধ্যে খোলা আকাশের নিচে দিনের পর দিন তাদের থাকতে হচ্ছে। সেখানে টয়লেট ও খাবারের কোনো ব্যবস্থা নেই। তাছাড়া সময়মতো মালামাল পৌঁছে দিতে না পেরে পার্টির কথা শুনতে হচ্ছে। এবং নদী পারের অপেক্ষায় থেকে বাড়তি খরচ হচ্ছে। যা মালিকপক্ষ দেয় না। সারাবছরই দৌলতদিয়ায় তারা এভাবে ভোগান্তির শিকার হন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, কুয়াশায় সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। তাছাড়া এ রুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরি চললে চাপ দ্রুত কমে যাবে।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।