স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের এলাকা ছাড়ার নির্দেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
নৌকার প্রার্থী আবুল কাশেম জেহাদী

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমানের (আনারস) ভগ্নিপতিকে মারধরের পর নির্বাচনী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী আবুল কাশেম জেহাদীর বিরুদ্ধে।

এছাড়া শুক্রবারের (২৪ ডিসেম্বর) মধ্যে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের এলাকার ছাড়ারও হুমকি দেওয়া হয়।

এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পর শুক্রবার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ উদ্দিন নৌকার প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে ১০-১৫টি মোটরসাইকেলযোগে জেহাদী বাজারে গিয়ে মাহফুজের কর্মী সাগরকে এলাকা ছাড়ার হুমকি দেন। পরে বাজারে গিয়ে মাহফুজের ভগ্নিপতি শামছুল ইসলামের গায়ে হাত তুলে নির্বাচনী অফিসে তালা লাগিয়ে দেন। এছাড়া তার কর্মীদের শুক্রবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, জেহাদির বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা আছে। তবে একটি ছাড়া বাকি মামলা থেকে তিনি মুক্তি পান। বর্তমানে তার বিরুদ্ধে দত্তপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর হোসেন শামীম হত্যা মামলা আছে। এছাড়া এলাকায় চাঁদাবাজি, নির্যাতনসহ বহু অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এ ব্যাপারে জানতে আবুল কাশেম জেহাদীর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

রিটার্নিং কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ভগ্নিপতিকে মারধর, নির্বাচনী কার্যালয়ে তালা দেওয়া ও কর্মীদের এলাকার ছাড়ার হুমকির অভিযোগটি পেয়েছি। এসব ঘটনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এতে অভিযুক্ত নৌকার প্রার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

২৬ ডিসেম্বর বশিকপুরসহ সদর উপজেলার ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

কাজল কায়েস/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।