নৌকার কর্মীকে কোপালেন স্বতন্ত্র সমর্থকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২১

রাজবাড়ীর পাঁচুরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাসুদেব রাজ বংশি (৩৫) নামে নৌকার এক কর্মীকে কুপিয়ে জখম করেছেন স্বতন্ত্র (বিএনপি) চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান রতন ও তার কর্মী-সমর্থকরা।

শুক্রবার রাত ৮টার দিকে পাঁচুরিয়া রেলস্টেশন এলাকার সুনিলের চায়ের দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন হামলার শিকার বাসুদেব।

আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে হাসপাতালে দেখতে আসেন।

বাসুদেব রাজ বংশি পাঁচুরিয়ার মরডাঙ্গা এলাকার পাচু রাজ বংশির ছেলে। তিনি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাসুদেব রাজ বংশি বলেন, নৌকার ভোট চেয়ে পাঁচুরিয়া স্টেশন এলাকার সুনিলের চায়ের দোকানে চা খাওয়ার জন্য তারা কয়েকজন দাঁড়ান। সে সময় হঠাৎ করে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান রতন ও তার কর্মী-সমর্থকরা চাপাতি ও দেশি অস্ত্রসহ হামলা করে। এ সময় তার মাথায় কোপ লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক পাটোয়ারি জানান, আহত ব্যক্তির মাথায় ৪টি সেলাই লেগেছে। তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

রাজবাড়ী সদর থানার এসআই আতিয়ার রহমান বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এছাড়া হাসপাতালে আহত ব্যক্তির খোঁজ খবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।