নির্বাচনের পরদিন পরাজিত মেম্বার প্রার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১
মেম্বার প্রার্থী নুর আলম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নুর আলম নামে পরাজিত এক মেম্বার প্রার্থী মারা গেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুর আলম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য পদে টিউবওয়েল প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। রোববার ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে নুর আলম অনেক টাকা খরচ করেন। টাকা খরচ করেও পরাজিত হওয়ায় সোমবার সকালে স্থানীয় লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডাও হয়। এরই একপর্যায়ে নুর আলম অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, নুর আলমের আগে থেকে হার্টের সমস্যা ছিল। নির্বাচনে পরাজিত হওয়ার দুশ্চিন্তা থেকে তার হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। তবে বিষয়টি দুঃখজনক।

নির্বাচনে নুর আলম তৃতীয় সর্বোচ্চ ভোট পান। ওই ওয়ার্ডে বিজয়ী হন ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নুরুজ্জামান।

মাসুদ রানা/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।