লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশের ডাক, বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি। বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন স্থানে ভাঙচুরের প্রতিবাদে আমরা লক্ষ্মীপুরে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এটি বন্ধ থাকবে।’

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু জানান, জেলা আউটার স্টেডিয়ামের সমাবেশ সফল করতে কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা করা হয়েছে। প্রতিটি সাংগঠনিক শাখা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেবেন। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, সমাবেশকে ঘিরে বাস চলাচল বন্ধের ঘোষণা দুঃখজনক। প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের কাছে আমরা সহনশীল আচরণ প্রত্যাশা করছি।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, বিএনপি নেতারা বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।