বিদায়বেলায় বুকে বুক হাতে হাত মেলালেন ওসি-এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০১ জানুয়ারি ২০২২
লক্ষ্মীপুরে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় অবসর নেওয়া দুই পুলিশ সদস্যকে

চাকরি থেকে অবসর নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর থানার পরিদর্শক (নিরস্ত্র) মাখন লাল রায় ও ট্রাফিক বিভাগের উপ-সহকারী (টিএসআই) বাহার উদ্দিন। তবে বিদায়বেলায় যথাযথ সম্মান পেয়ে আপ্লুত হয়েছেন তারা। সুসজ্জিত গাড়িতে করে তাদের পৌঁছে দেওয়া হয়েছে বাড়িতে।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্স থেকে ফুল দিয়ে সাজানো আলাদা দুটি গাড়িতে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বিদায়বেলায় বুকে বুক হাতে হাত মেলালেন ওসি-এসপি

মাখন লাল রায় নোয়াখালী জেলা সদর এবং বাহার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিদায়বেলায় বুকে বুক হাতে হাত মেলালেন ওসি-এসপি

জেলা পুলিশ সুপার (এসপি) এএইচএম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া অবসর নেওয়া পুলিশ কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

বিদায়বেলায় বুকে বুক হাতে হাত মেলালেন ওসি-এসপি

এসময় এসপি তাদের সঙ্গে হাত মেলান ও বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। কমলনগরের ওসি মোসলেহ উদ্দিন অবসরপ্রাপ্ত সহকর্মী মাখন লাল রায়ের সঙ্গে কোলাকুলি করেন।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাখন লাল রায় ও বাহার উদ্দিন তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, পুলিশ বিভাগ তাদের কাছে একটি পরিবার ছিল। বিদায়বেলা খুবই কষ্টের। বিদায়ের সময় স্যার যে সম্মান জানিয়েছেন তা সারাজীবন মনে থাকবে।

বিদায়বেলায় বুকে বুক হাতে হাত মেলালেন ওসি-এসপি

ওসি মোসলেহ উদ্দিন বলেন, মাখন লাল রায়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি খুব ভালো মানুষ ও দক্ষ অফিসার ছিলেন। বিদায়বেলায় তাদের সঙ্গে থাকতে পেরেছি, এটি বড় পাওয়া।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) এএইচএম কামরুজ্জামান জানান, জীবনের অর্ধেক সময় তারা দক্ষতার সঙ্গে দায়িত্বপালন করেছেন। আর প্রতিটি বিদায়ই বেদনার। তাই ছোট্ট আয়োজনে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা হয়েছে। তাদেরকে হাসিমুখে বিদায় দেওয়াটা অনেক বড় পাওয়া।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।