নারায়ণগঞ্জে ট্রলারডুবি: চালকসহ তিনজনকে আসামি করে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় তিনজনকে আসমি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় এ মামলা করেন।

মামলায় গ্রেফতারকৃত মেসার্স ফারহান নেভিগেশনের এমভি ফারহান-৬ নামক লঞ্চের মাস্টার কামরুল হাসান (৪০), ইনচার্জ ড্রাইভার মো. জসিম উদ্দিন ভুইয়া (৪০) ও সুকানি মো. জসিম মোল্লাকে (৩০) আসামি করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা বক্তাবলীর নৌ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল মতিন জানান, গ্রেফতারকৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) তাদের আটক করা হয়েছিল।

এদিকে ঘটনার প্রায় দুইদিন পার হলেও বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ট্রলার ডুবিতে নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরর উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, তিনটি ডুবুরি দল উদ্ধারের কাজ করছে। এখনো ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া নিখোঁজ কাউকে উদ্ধার করাও সম্ভব হয়নি।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।