ফতুল্লায় ট্রলারডুবি: নিখোঁজদের সন্ধান দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জের ধর্মগঞ্জে বুড়িগঙ্গায় ট্রলারডুবির ঘটনার চারদিন পার হলেও নিখোঁজ ১০ জনের সন্ধান এখনও মেলেনি। তাই নিখোঁজদের সন্ধান পেতে নদীপাড়ে বিক্ষোভ করেছেন স্বজনরা।
শনিবার (৮ জানুয়ারি) সকালে নদীরপাড়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী শফিকুল ইসলাম সোহেল বলেন, চারদিন ধরে স্বজনদের খোঁজ পাচ্ছি না। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশসহ উদ্ধারকারী কোনো সংস্থাই তেমন তৎপরতা দেখাচ্ছে না। ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্পিটবোর্ডে নদীতে ঘুরছেন আর বসে বসে সময় কাটাচ্ছেন।
তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা করছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশও চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত ট্রলার ও নিখোঁজদের সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন এখনও নিখোঁজ। পরে ৬ জানুয়ারি বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌনিরাপত্তা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) লাল বৈদ্য বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলায় গ্রেফতার মেসার্স ফারহান নেভিগেশনের এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসান (৪০), ইনচার্জ ড্রাইভার মো. জসিম উদ্দিন ভূঁইয়া (৪০) ও সুকানি মো. জসিম মোল্লাকে (৩০) আসামি করা হয়েছে। তারা কারাগারে।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস