আইভীর বিকল্প কেউ নেই: যুবলীগ চেয়ারম্যান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২২

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নারায়ণগঞ্জে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিকল্প কেউ নেই।

শনিবার (৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

পরশ বলেন, আইভী গত ১০ বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন। ডা. আইভীর বড় শক্তি হচ্ছে তার ব্যক্তিগত ইমেজ ও ভাবমূর্তি।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু হাসান পাবেল ও মোয়াজ্জেম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. সেলিম খান, শাহজাহান, জিয়াউল হক প্রমুখ।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।