খুলনা বিভাগে করোনা শনাক্তের হার বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

খুলনা বিভাগে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও গত রোববার শনাক্তের সংখ্যা ছিল ৮৯।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ সাক্ষরিত এক প্রতিবেদনে জানা যায়, করোনা শনাক্তের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৫৪ জন রয়েছেন। যশোরে ৫০ জন, কুষ্টিয়ায় ২৬ জন, ঝিনাইদহে ২১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নড়াইলে আটজন, চুয়াডাঙ্গায় সাতজন, সাতক্ষীরায় পাঁচজন, বাগেরহাট চারজন এবং মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, বিভাগে এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন এক লাখ ৯ হাজার ৩১৮ জন ও মারা গেছেন তিন হাজার ১৯৫ জন।

শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় চার হাজার ১৬২ জন।

এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এ জেলায় মারা গেছেন ৮০৯ জন। মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।