খুলনা বিভাগে শনাক্ত আরও ১৫৮, দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৮ জন। আগের দিন সোমবার দৈনিক শনাক্তের এ সংখ্যা ছিলো ১৭৭ জন। সে হিসাবে দৈনিক শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়েছে, বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৮ জনের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৫০ জন রয়েছেন। এছাড়া যশোরে ৩৩ জন, কুষ্টিয়ায় ২৯ জন, ঝিনাইদহে ২৮ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় ছয়জন, সাতক্ষীরায় দুজন, বাগেরহাট ও মাগুরায় তিনজন করে এবং মেহেরপুরে একজন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, মহামারির শুরু থেকে খুলনা বিভাগে আজ (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪১৮ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ নয় হাজার ৩৪৭ জন। মোট মৃত্যু হয়েছে তিন হাজার ১৯৭ জনের।

বিভাগে শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে থাকা খুলনায় এ পর্যন্ত মোট শনাক্ত ২৮ হাজার ২২৮ জন। বিপরীতে শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় চার হাজার ১৬৫ জন।

মৃত্যুর দিক দিয়েও খুলনা জেলায় সর্বোচ্চ ৮০৯ জন মারা গেছেন। বিপরীতে সবচেয়ে কম মৃত্যু হয়েছে সাতক্ষীরায় ৮৮ জন।

আলমগীর হান্নান/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।