ঝগড়ার সময় স্ত্রীকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
রাজবাড়ীর পাংশার মাছপাড়ায় পারিবারিক কলোহের জেরে গৃহবধূ লিপি বেগমকে (৩০) কুপিয়ে হত্যা করেছে স্বামী রুবেল সরদার।
বুধবার সকাল ৮টার দিকে মাছপাড়া ইউনিয়নের কালীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী রুবেল সরদারকে আটক করেছে পাংশা থানা পুলিশ।
জানা গেছে, ওই গৃহবধূর স্বামী রুবেল সরদার মাছের ব্যবসা করতেন। কিন্তু এখন কিছুই করেন না। এ নিয়ে তাদের সংসারে প্রায় ঝামেলা হতো। বুধবার সকালে দা দিয়ে লিপিকে কুপিয়ে হত্যা করেন রুবেল। পড়ে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান গৃহবধূ হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর স্বামীকে আটক করেছেন।
রুবেলুর রহমান/এফএ/এএসএম