দৌলতদিয়ায় দালাল চক্রের ১১ সদস্যের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দালাল চক্রের ১১ সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের মো. মাজেদ বেপারী (৪২), মো. সোহান (২২), সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মো. আবদুল মান্নান কাজী (৩২), মো. আফজাল ফকির (২২), মজিদ শেখের পাড়া গ্রামের মো. শাহিন মণ্ডল (৩১), হাতেম মণ্ডল পাড়া গ্রামের সুলতান মণ্ডল (৩৫), মো. সবুজ মোল্লা (৩১), ফেলু মোল্লার পাড়া গ্রামের মো. আল আমিন শেখ (২৩), নুরু মণ্ডল পাড়া গ্রামের মো. ফিরোজ প্রামাণিক (২৫), বাহিরচর গ্রামের মো. লিটন শেখ (২৪), আইনুদ্দিন বেপারী পাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৮)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, আটকরা দৌলতদিয়া ঘাটে ফেরিতে অবৈধভাবে ট্রাক পারাপার চক্রের সক্রিয় সদস্য। তারা ঘাটে সিরিয়াল আটকা পড়া বিভিন্ন যানবাহন দ্রুত ফেরিতে উঠিয়ে দেওয়ার কথা বলে চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।