ফতুল্লায় ছুরিকাঘাতে পোশাককর্মী খুন

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় আমানউল্লাহ (১৭) নামের এক পোশাককর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমানউল্লাহ মাসদাইর পাকাপুল এলাকার আউয়াল মিয়ার বাড়ির ভাড়াটিয়া জৈবন্নেছার ছেলে। তারা মা-ছেলে দুজনই পোশাক কারখানায় চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিঠে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাত নিয়ে আহত অবস্থায় স্থানীয় একটি ফার্মেসিতে আসেন আমানউল্লাহ। এসময় অবস্থা আশঙ্কা দেখে স্থানীয় লোকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারবো।
মোবাশ্বির শ্রাবণ/এমকেআর