আড়াইহাজারে দুই বিএনপি নেতার কুশপুতুল দাহ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কুশপুতুল দাহ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। ওই দুই বিএনপি নেতা হলেন-কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে দক্ষিণপাড়া এলাকায় আড়াইহাজার উপজেলা বিএনপি, আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে এই কুশপুতুল দাহ করা হয়।
আড়াইহাজার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামীম হোসেন মোল্লার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা বিএনপির সাবেক সদস্য আলী আজগর ও আড়াইহাজার পৌরসভার সাবেক সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলা বক্স প্রমুখ।
এসময় হাবিবুর রহমান হাবু বলেন, ‘আমরা ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এত বছর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও কোনো সময় পদ-পদবি নিয়ে বাণিজ্য করিনি। আর এখন দুদিন বিএনপি করেই তারা পদ বাণিজ্যে মেতে ওঠে। যারা মামলা-হামলার শিকার হয়েছেন সেসব ত্যাগী নেতাদের বাদ দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এ কমিটি বাতিল চাই।’
গত ২১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীন পাঁচটি থানা ও পাঁচটি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম