মেহমানখানার মেহমান ছিলেন ২০০ দুস্থ ও প্রতিবন্ধী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৯ এএম, ৩০ জানুয়ারি ২০২২

‘তৃ‌প্তি সহকা‌রে এক বেলা খাবার আহার’ এই প্রতিপাদ‌্যকে বু‌কে ধারণ করে অসহায় ও প্রতিবন্ধী‌দের জন‌্য রাজবাড়ী‌তে এক ব‌্য‌তিক্রমী উদ্যোগ গ্রহণ ক‌রে‌ছে সি‌টিজেন ডে‌ভেলপ‌মেন্ট ফাউ‌ন্ডেশন (সি‌ডিএফ)।

শ‌নিবার দুপু‌রে রাজবাড়ী আলাদীপুর আলোর প‌থে ফাউ‌ন্ডেশ‌ন ও রাজবাড়ী প্রতিবন্ধী ব‌্য‌ক্তি উন্নয়ন প‌রিষদের যৌথ সহযো‌গিতায় মেহমানখানার মাধ‌্যমে প্রায় দুই শতা‌ধিক অসহায় ও প্রতিবন্ধী‌র এক বেলা খাবারের ব‌্যবস্থা করা হয়।

raj1

এতে উপ‌স্থিত ছি‌লেন, সি‌ডিএফ ফাউ‌ন্ডেশনের নির্বাহী প‌রিচালক মো. তাইজু‌দ্দিন, কোষাধ‌্যক্ষ মাহবুল হাসান শুভ, রাজবাড়ী আলাদীপু‌রের আলোর প‌থে ফাউ‌ন্ডেশ‌নের কোষাধ‌্যক্ষ ফারাজানা ইসলাম, রাজবাড়ী প্রতিবন্ধী ব‌্যক্তি উন্নয়ন প‌রিষদের সভাপতি ও আলোরপ‌থে ফাউ‌ন্ডেশ‌নের সভাপতি মো. মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজলু সরদার প্রমূখ।

এ সময় সি‌ডিএফ ফাউ‌ন্ডেশনের নির্বাহী প‌রিচালক মো. তাইজু‌দ্দিন জানান, প্রতিবন্ধী ও অসহায়‌দের এক‌বেলা ভালো খাবার মু‌খে তু‌লে দি‌তে মেহমানখানার কর্মসূ‌চি গ্রহণ ক‌রা হয়েছে। যার ধারাবা‌হিকতায় রাজবাড়ী‌তে প্রথমবা‌রের মতো প্রায় দুইশো অসহায় ও দুস্থ‌দের খাবারের ব‌্যবস্থা ক‌রে‌ছেন। এভা‌বে দে‌শের বি‌ভিন্ন অঞ্চল শেষ ক‌রে আবারও রাজবাড়ী‌তে আস‌বেন।

রু‌বেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।