দ্বীনদার প্রশাসক ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: চরমোনাই পির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে দেশের সব সেক্টরে দুর্নীতিবাজরা আসন গেড়ে বসে আছেন। দ্বীনদার, আল্লাহওয়ালা প্রশাসক ছাড়া কখনোই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সোমবার (৩১ জানুযারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবুমার্কেট চত্বরে জেলা ছাত্র আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আব্দুল হান্নান সভাপতি ও মাকসুদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এসময় মুফতি রেজাউল করীম বলেন, সোনালি প্রজন্ম তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবিরাম মেহনত চালিয়ে যাচ্ছে। সংগঠনটির বয়স প্রায় ৩০ বছর হয়ে গেছে। সংগঠনের সংস্পর্শে এসে বহু পথভোলা শিক্ষার্থী দ্বীনের পথিক হয়েছে। একসময় যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি করতেন তাদের অনেকেই দ্বীনের সুশীতল ছায়াতলে এসে স্থান নিয়েছেন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।