সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাস্তায় অবস্থান সংবাদকর্মীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:০২ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
সংবাদকর্মী আকতারুল ইসলাম আক্তার

ঠাকুরগাঁওয়ে চার সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছেন আকতারুল ইসলাম আক্তার নামে এক সংবাদকর্মী।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় মহাসড়কে ঘণ্টাখানেক অবস্থান করেন তিনি।

আকতারুল ইসলাম দৈনিক মাতৃভূমির খবরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। এই সংবাদকর্মীকে দুই হাতে ও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা যায়। তার হাতের ও বুকের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘সাংবাদিকদের নিরাপত্তা দিবে কে, এর জবাব চাই?’, ‘আমার ভাই তানভীর হাসান তানু, হিমেল ও সোহেল হাসপাতালে কেন? এর জবাব চাই’ ও ‘দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই’।

jagonews24

আকতারুল ইসলাম আক্তার বলেন, দেশ ও জনগণের স্বার্থে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমার চার সহকর্মী হামলার শিকার হয়েছেন। এইভাবে কয়েকদিন পরপর দেশের বিভিন্ন জেলার ও এলাকার সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। এভাবে আর কতদিন? আমাদের নিরাপত্তা কে দেবে? আমরা কি মানুষ না? আমরা এই দেশের নাগরিক না?

তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে করজোরে ও অনুরোধ করে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই যেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করেন।

গত শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হন স্থানীয় চার সাংবাদিক

jagonews24

আহত সাংবাদিকরা হলেন- জাগো নিউজ, দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মইনউদ্দীন তালুকদার হিমেল, নিউজ বাংলা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সোহেল রানা এবং দৈনিক ঊষার বাণী ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মিলু।

এ ঘটনায় সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিক তানু বাদী হয়ে মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, গণেশ, মুন্না, স্বরূপ কুমার সেনের নামসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন

তানভীর হাসান তানু/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।