সোনারগাঁয়ে কিশোরী অপহরণে যুবলীগ নেতা গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কিশোরী অপহরণের দায়ে দেলোয়ার হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুন্ডা গ্রামের মৃত আলি হোসেনের ছেলে।

কিশোরীর মা জানান, পূর্ব পরিচিত হওয়ায় দেলোয়ার বাড়িতে আসা যাওয়া করতেন। এ সুযোগে ফুসলিয়ে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যান। পরে পুলিশের সহযোগিতায় অপহৃতাকে উদ্ধারসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ পিয়াল জানান, আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।