সম্পত্তির লোভে বাবার ওপর হামলার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
সন্তানের অত্যাচারে বাবার মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন এলাকার বাসিন্দা ব্যবসায়ী হাজি সাইজুদ্দিন মিয়া নিজের ছেলে-মেয়ের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন।

তিনি বলেন, সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের নামে লিখে দেওয়ার জন্য আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি আদালতে মামলা করেছি। তবুও রেহাই পাচ্ছি না। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

এসময় সাইজুদ্দিন বলেন, আমার প্রথম সংসারের তিন ছেলে রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, শাহজাহান মিয়া ও মেয়ে রাহিমা আক্তার, শাহারা আক্তার ডেইজি খুবই উশৃঙ্খল। তারা কোনো কাজ করে না। ছেলেরা জুয়া খেলে টাকা নষ্ট করে। তারা বার বার আমার কাছে টাকা চায়। টাকা না দিলেই আমি, ছোট স্ত্রী গোল-নাহার আক্তার আখি ও ছোট ছেলে আতিকুল ইসলাম শান্তর ওপর হামলা করতো।

তিনি বলেন, তাদের এই অত্যাচার থেকে রেহাই পেতে আদালতে মামলা করি। মামলা করে বাড়ি যাওয়ার পরই আমার তিন ছেলে, তাদের স্ত্রীরা ও আমার মেয়েরা আমাদের মারধর করে। প্রথম ঘরের সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর জুলুম করতে থাকে।

সাইজুদ্দিন বলেন, এ অবস্থায় আদালতে মামলা করলেও পুলিশ আমাদের সহযোগিতা করছেন না। সন্ত্রাসীরা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে আমি বাড়ি ছেড়ে মানবেতর জীবন-যাপন করছি। এ বিষয়ে আমি প্রশাসন ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে সাইজুদ্দিনের বড় ছেলে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে অসুস্থতার কথা বলে তিনি কোনো মন্তব্য করেননি।

তবে মেঝো ছেলে শাহজাহান জাগো নিউজকে বলেন, এগুলো সব নাটক। এলাকার মানুষই বলবে সত্য ঘটনা কোনটি। তার ৮৮ বছর বয়স হয়ে গেছে। মাথা ঠিক থাকে না। কোনো হামলার ঘটনা ঘটেনি।

কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি বলেন, আমি বিষয়টি সমাধান করার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু এর আগেই প্রথম ঘরের সন্তানরা তার ওপর হামলা করেছে। তারা সাইজুদ্দিনের ওপর অমানবিক আচরণ করে এ কাজটি ঠিক করেনি।

একেআর/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।