নারায়ণগঞ্জে টিকার বুথে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদের মিলনায়তন

নারায়ণগঞ্জে করোনার টিকার বুথে হামলার অভিযোগ উঠছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

এসময় টিকা নিতে আসা লোকজন উপজেলা পরিষদ মিলনায়তনের চেয়ার, টেবিল, কাচের দরজা ও জানালা ভাঙচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সেই সঙ্গে তাৎক্ষণিক টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

jagonews24

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে এমন খবরের পর মঙ্গলবার সকাল থেকে উপজেলা কার্যালয়ে লোকজনের সমাগম ঘটে। একপর্যায়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে হুড়োহুড়ি শুরু হয়। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হন। পরে বিকেল ৩টার দিকে উপস্থিত লোকজন উপজেলা পরিষদ মিলনায়তনের চেয়ার-টেবিল, দরজা-জানালা ভাঙচুর করেন কয়েকজন যুবক।

jagonews24

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনিক বিশ্বাস বলেন, সকাল থেকেই আশঙ্কাজনক হারে টিকা নিতে আসা নারী-পুরুষের ভিড় বাড়তে শুরু করে। দুপুরে তারা অধৈর্য হয়ে টিকার বুথে হামলা চালায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাত ফেরদৌস বলেন, বিপুল সংখ্যক লোকজন টিকা নিতে আসার কারণে এ ঘটনা ঘটে। আগামীকাল থেকে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সে পদক্ষেপ নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।