৩ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না.গঞ্জ আ’লীগের স্মারকলিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জাকির হোসেন ও মাহবুবুর রহমান বাবুল

তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় প্রতীক নিয়ে বেফাঁস মন্তব্য করার অভিযোগে এই স্মারকলিপি দেওয়া হয়।

অভিযুক্ত তিন চেয়ারম্যান হলেন- সোনরগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।

৩ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না.গঞ্জ আ’লীগের স্মারকলিপি

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জাগো নিউজকে বলেন, তারা তিনজনই জাতির পিতা বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় প্রতীক নিয়ে বেফাঁস মন্তব্য করেছে। তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এরই মধ্যে আমরা বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দিয়েছি। একই সঙ্গে তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছি।

৩ চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না.গঞ্জ আ’লীগের স্মারকলিপি

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে যে বিরূপ মন্তব্য করবে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা স্মারকলিপি দিয়েছি এরপর তাদের বিরুদ্ধে মামলা করবো।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।