নিহত নারীর মাথা উদ্ধারের ১১ মাস পর শরীরের বাকি অংশ উদ্ধারে অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
একটি ডোবায় নিহত নারীর শরীরের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। ইনসেটে নিহত তানজিনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগের আদর্শনগর এলাকার ডোবা থেকে তানজিনা নামের এক তরুণীর মাথা উদ্ধারের প্রায় ১১ মাস পর শরীরের বাকি অংশবিশেষ উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ডোবার পানি সেচের কাজ চলমান রয়েছে। তবে এখনো শরীরের কোনো অঙ্গপ্রতঙ্গ উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত তানজিনা রংপুর জেলার আব্দুল জলিলের মেয়ে। রংপুরের মিঠাপুকুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাসেল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তারা ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকার সিরাজখানের বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জেরে রাসেল তার স্ত্রী তানজিনাকে গলাকেটে হত্যা করেন।

নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, রাসেল তার স্ত্রীর দেহ কয়েক টুকরা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন। পরে রাসেল তার বাড়িওয়ালা সিরাজ খানকে জানান, তার স্ত্রী তানজিনা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। এরপর তিনি বাসা ছেড়ে চলে যান। পরে ২০২১ সালে ৫ এপ্রিল মাসদাইর বাড়ৈভোগ এলাকার ফারিয়া গার্মেন্টের সামনের ওই ডোবা থেকে অজ্ঞাতপরিচয়ে তানজিনার দেহবিহীন মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করে পুলিশ। এ মামলার তদন্তের দায়িত্ব পেয়ে রহস্য উদঘাটন শুরু করে পিবিআই।

তিনি আরও বলেন, ‘রংপুর থেকে রাসেলকে গ্রেফতারের পর জানা যায়, মাথাটি যে ডোবায় পাওয়া গেছে সেখানেই দেহ কয়েক টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। এখন সেই ডোবায় সেচ মেশিন দিয়ে পানি সরানোর চেষ্টা চলছে। পানি সরানোর পর শরীরের বাকি অংশের খোঁজ করা হবে।’

‘আসামির দেওয়া তথ্যমতে আমরা এরই মধ্যে ভিকটিমকে হত্যায় ব্যবহৃত একটি দা জব্দ করেছি। এছাড়া ভিকটিমকে হত্যার পর মরদেহ কয়েক টুকরা করে যে ফ্রিজে রেখে দেওয়া ছিল সেই ফ্রিজটিও জব্দ করা হয়েছে।’

নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়েছে। নিহত নারীর শরীরের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।