নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০১ মার্চ ২০২২
ঘরের মেঝেতে মরদেহ দুটি পড়েছিল

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসার ছয়তলা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘরের মেঝেতে মরদেহ দুটি পড়েছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।