দুধের সঙ্গে চেতনানাশক খাইয়ে যুবকের গোপনাঙ্গ কর্তন, মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৬ মার্চ ২০২২
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ওই যুবক

রংপুরে দুধের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর অচেতন করে এক যুবকের গোপনাঙ্গ কেটে মালামাল লুট করেছেন অজ্ঞানপার্টির সদস্যরা।

শনিবার (৫ মার্চ) সকালে ওই যুবককে কাউনিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রেলওয়ে পুলিশ।

আহত যুবক রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার দক্ষিণ বানুপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

রোববার (৬ মার্চ) দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ওই যুবক পরিবারের লোকজনকে কাছে পেয়ে কান্নাকাটি করছেন।

সাংবাদিক পরিচয় পেয়ে তিনি জাগো নিউজকে বলেন, প্রায় দুই সপ্তাহ আগে রংপুর মহানগরীর বেতপট্টি বাজারে ঠাকুরগাঁও জেলার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখান।

শুক্রবার (৪ মার্চ) রাতে মহানগরীর জাহাজ কোম্পানির মোড় এলাকায় ওই ব্যক্তি তাকে দেখা করতে বলেন। সেখানে রাত ৯টার দিকে তার সঙ্গে দেখা হয়। এসময় ওই ব্যক্তি তাকে বোতলে ভরা দুধ পান করতে দেন। এরপর তাকে অটোরিকশায় করে মহানগরীর সাতমাথা এলাকায় নিয়ে যান। সাতমাথায় পৌঁছার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

শনিবার তাকে কে হাসপাতালে নিয়ে এসেছেন তা বলতে পারেননি ওই যুবক। জ্ঞান ফেরার পর আজ সকালে তিনি বুঝতে পারেন যে, তার গোপনাঙ্গের নিচে চারদিক কাটা। তিনি বিষয়টি হাসপাতালের চিকিৎসককে জানান। পরে চিকিৎসকরা তার গোপনাঙ্গের গোড়ায় ১৬টি সেলাই দেন।

অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও জ্যাকেট নিয়ে গেছেন।

কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন বলেন, ‘শনিবার সকাল ৭টার দিকে স্টেশনের ওভারব্রিজের নিচে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধারের সময় ছেলেটির জ্ঞান ছিল না, শুধু থরথর করে কাঁপছিল।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে ওই যুবকের কাছ থেকে কোনো কিছু ছিনতাইয়ের উদ্দেশ্যে কেউ চেতনানাশক খাইয়ে অচেতন করে স্টেশন এলাকায় ফেলে যান।’

জিতু কবীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।