নির্মাণাধীন সিদ্ধিরগঞ্জ লেক পরিদর্শনে জাপানের রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৩ মার্চ ২০২২
লেক ঘুরে দেখেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি

হাতিরঝিলের আদলে নির্মাণাধীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লেক পরিদর্শন করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বুধবার (২৩ মার্চ) দুপুরে কাজের অগ্রগতি দেখতে তিনি এ লেক পরিদর্শন করেন।

এ সময় তিনি একটি বৃক্ষরোপণের পাশাপাশি লেকটি ঘুরে দেখেন। লেকের বিভিন্ন অংশের দৃশ্য নিজের মোবাইলে ক্যামেরাবন্দিও করেন।

jagonews24

রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে জাইকার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এছাড়া আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. নাজমুল হাসান, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দিক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, নাসিক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন, প্রকল্পটির পরিচালক কামরুল হুদা বাবুসহ প্রমুখ।

কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লেকের কাজটি শেষ হলে অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হবে। এখানকার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরার পাশাপাশি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এছাড়া লেকটি এখানকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

jagonews24

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন বলেন, ২০২০ সালে সিদ্ধিরগঞ্জ লেকের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মহামারি করোনা এবং কিছু আনুষঙ্গিক কাজের কারণে তা সম্ভব হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এ বছরের মধ্যেই লেকের কাজ শেষ করার। এখন পর্যন্ত প্রায় ৭০ ভাগেরও বেশি অংশের কাজ শেষ হয়েছে।

২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ও ৩ মে দুই ধাপে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রকল্পটির কাজের উদ্বোধন করেন। জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উদয়ন বিল্ডার্স প্রকল্পটি বাস্তবায়ন করছে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।