দেশকে অস্থির করার সবচেয়ে সহজ পদ্ধতি ধর্ম: আইভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৮ মার্চ ২০২২
প্রশিক্ষণে বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

ধর্ম দেশকে অস্থির করার সবচেয়ে সহজ পদ্ধতি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, বাংলাদেশকে যতবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে ততবারই রাজনীতির পাশাপাশি ধর্মকে টেনে আনা হয়েছে। ধর্মের উন্মাদনা আমরা দেখেছি। দিনশেষে এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

সোমবার (২৮ মার্চ) দুপুরে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণের প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইভী বলেন, আগে বিভিন্ন দিবসগুলোতে পাড়া মহল্লায় দেশের গান শুনতাম। কিন্তু ইদানিং শুনি না। আমরা কোথায় জানি গুটিয়ে নিচ্ছি নিজেদের। ধর্মীয় অনুভূতি তো থাকবেই আমাদের। ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করবো আপনারা যখন মসজিদে খুতবা দেন কিংবা মন্দিরে বা চার্জে কথা বলেন সবাই ধর্মের সম্প্রীতির কথা বলবেন।

jagonews24

তিনি আরও বলেন, এদেশ সম্প্রীতির দেশ। আমরা এখানে মিলেমিশে বসবাস করি। আমাদের দেশটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাক। পৃথিবীর বহু দেশ আছে যেখানে একই সঙ্গে অনেক ধর্মের লোক বসবাস করছে। কিন্তু ধর্ম নিয়ে কেউই বাড়াবাড়ি করছে না। মাঝে মাঝে আমাদের দেশে কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থের প্রয়োজনে বিভিন্ন ধরনের ধর্মের কথা বলে উসকানি দিয়ে নিজের কার্যত সিদ্ধি করতে চাচ্ছে। এর মধ্যে বহির্বিশ্বেরও কিছু ইন্ধন থাকে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ও জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. জাকির হোসাইন।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।