নারীকে পিটিয়ে হত্যা, বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০১ এপ্রিল ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদুরি বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বেলেরভিটা পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন-নিহত নারীর স্বামী মোনারুল ইসলাম ও তার ছেলে আইয়ুব আলী। তারা বেলেরভিটা পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছেন। রাতে মা আদুরি বেগমের সঙ্গে একই ঘরে ঘুমান আইয়ুব আলী। সকালে ঘরের মেঝেতে আদুরি বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আজিজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারসাম্যহীন ছেলে আইয়ুবের পিটুনিতে আদুরি বেগমের মৃত্যু হয়েছে। মরদেহের একাধিক স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী ও ছেলে আটক করা হয়েছে।

জাহিদ খন্দকার/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।