বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল হবে: নৌপ্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৯ এপ্রিল ২০২২
গাইবান্ধায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্রের তলদেশে টানেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে বালাসীঘাট-বাহাদুরাবাদ রুটে লঞ্চ সার্ভিস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নাব্য সংকটসহ নানা কারণে অতীতে এ রুটে নৌচলাচল বন্ধ হলেও আর কখনোই বন্ধ হতে দেওয়া হবে না। ভবিষ্যতে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। ভূগর্ভস্থ টানেল নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করা হবে। যদি এ রুটে টানেল নির্মাণ করা সম্ভব হয় তাহলে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্রের তলদেশে টানেল নির্মাণ করা হবে।

বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল হবে: নৌপ্রতিমন্ত্রী

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সামস উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী প্রমুখ।

বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমানো এবং উত্তরবঙ্গের আট জেলার সঙ্গে যাতায়াত সহজ করতেই বালাসীঘাট-বাহাদুরাবাদ নৌরুটে পরীক্ষামূলকভাবে এ লঞ্চ সার্ভিস চালু করা হলো।

জাহিদ খন্দকার/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।