সপরিবারে ওমরায় গেলেন রাসিক মেয়র
সপরিবারে ওমরা পালনের জন্য দেশ ছেড়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রোববার (১০ এপ্রিল) সকালে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বলেন, শুক্রবার বিকেলে রাজশাহী থেকে ইউএস-বাংলার একটি বিমানে সপরিবারে তিনি ঢাকা পৌঁছেন। রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দেন। ওমরাহ পালনের জন্য সেখানে ১৫ দিন অবস্থান করবেন তিনি।
তিনি আরও জানান, মেয়রের সঙ্গে তার স্ত্রী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, বড় মেয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, জামাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া ও ছোট মেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া এবং ভাতিজা হাসনাইন মুত্তাকী রয়েছেন।
এছাড়া এফবিসিসিআইর পরিচালক মো. শামসুজ্জামান আওয়াল, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌহিদ আল মাসুদ রনি, রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইস্তিয়াক আহমেদ সানিও তাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
ফয়সাল আহমেদ/আরএইচ/জিকেএস