গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১২ এপ্রিল ২০২২

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আলমগীর মণ্ডল (৩৫) নামে এক যুবককে স্ত্রী হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এ মামলার অপর তিন আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সাঘাটা উপজেলার উত্তর দিঘলকান্দি গ্রামের শুকুর আলীর মেয়ে সুমি আক্তারের সঙ্গে একই গ্রামের জব্বার মণ্ডলের ছেলে মো. আলমগীর মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয়ে নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। এ নিয়ে আলমগীর প্রায়ই স্ত্রী সুমিকে মারধর করতেন। ২০১৬ সালের ২১ জুন রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে বেদম মারধর করেন আলমগীর। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান। ঘটনার খবর পেয়ে সুমির বাবা মো. শুকুর আলী জামাই বাড়িতে ছুটে আসেন এবং মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনার পরদিন ২২ জুন সকালে সুমির বাবা চারজনকে আসামি করে মামলা করেন। মামলায় দীর্ঘ বিচারকার্য শেষে আজ রায় ঘোষণা করলেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি শেষে আলমগীর মণ্ডলের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে বাকি তিন আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের খালাস দেন বিচারক।

জাহিদ খন্দকার/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।