গাইবান্ধায় মাদক মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২২

গাইবান্ধায় মাদক মামলায় সাজু মিয়া (৪৯) নামের এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সাজু গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালে ২৫ নভেম্বর উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুন্দখালাসপুর কালিতলায় মোহেনর কলাবাগান থেকে সাজু মিয়াকে আটক করে পুলিশ। সে সময় তার শরীর তল্লাশি করে ৬০ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ওইদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়। পরে ২০১৯ সালের ১৭ জুন মামলার চার্জশিট আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা।

এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। আসামির জবানবন্দিতে সিরাজুল ইসলাম নামে আরও একজনের নাম জানা যায়। কিন্তু তার কোনো সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।

জাহিদ খন্দকার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।