গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২২
গাছের সঙ্গে জামালে ঝুলন্ত মরদেহ দেখা যায়

পটুয়াখালীর কলাপাড়ায় জামাল ফরাজি (৫০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ চরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জামাল ফরাজি ওই গ্রামের মৃত লতিফ ফরাজির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে গরু নিয়ে মাঠে বের হন জামাল ফরাজি। একই সঙ্গে স্ত্রী পাশের ক্ষেতে ডাল তুলতে যান। পরে গাছের সঙ্গে জামালে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরণ জানান, প্রায় ১০ ফুট উচ্চতার একটি রেইনট্রি গাছের সঙ্গে জামালকে ঝুলতে দেখে স্থানীয়রা আমাকে জানায়। পরে আমি কলাপাড়া থানা পুলিশকে অবহিত করি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।