খাঁচা থেকে মুক্ত আকাশে ৩ টিয়া
পটুয়াখালীর কলাপাড়ায় বন্দিদশা থেকে তিনটি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া উপজেলা টিমের সদস্যরা। এর মধ্যে একটি বিলুপ্ত প্রজাতির চন্দনা টিয়া পাখি রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পৌর শহরের ডাক বাংলোর সামনে পাখি তিনটি অবমুক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) বালিয়াতলী বাজারের পাখি বিক্রেতাদের কাছ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

টিয়া অবমুক্তকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য রাকায়েত আহসান, নজরুল ইসলাম ও অহিদুল ইসলাম। বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পাখিগুলো উদ্ধার এবং অবমুক্ত করা হয়।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া উপজেলা টিমের সদস্য রাকায়েত আহসান বলেন, ‘চন্দনা টিয়া পাখি মূলত সচরাচর চোখে পড়ে না। গতকাল এক পাখি ব্যবসায়ী এটি বালিয়াতলী বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। পরে আমরা এটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিই। বাকি দুটি টিয়া পাখি অন্য দুজনের কাছ থেকে উদ্ধার করা হয়।’

অপর সদস্য নজরুল ইসলাম বলেন, এর আগেও আমরা একটি বানরসহ বেশ কয়েকটি ঘুঘু এবং টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছি।
বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পাখি ধরা, বিক্রি এবং বন্দি করে রাখা দণ্ডনীয় অপরাধ। তাই সবাইকে সচেতন হওয়া দরকার।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস