হেলমেট পরে মোটরসাইকেল চালালে মিলছে ফুলেল শুভেচ্ছা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২১ এপ্রিল ২০২২
মোটরসাইকেল চালকেদের সচেতনতা সৃষ্টিতে মাঠে নেমেছে পটুয়াখালী জেলা পুলিশ

দুঘর্টনা থেকে রক্ষা পেতে হেলমেট পরে মোটরসাইকেল চালানোয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে পটুয়াখালী জেলা পুলিশ। এই কার্যক্রমের অংশ হিসেবে হেলমেট পরা চালকদের ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে এই সচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ। জেলা পুলিশের পক্ষ থেকে তিন দিনব্যাপী এই প্রচারণা চালানো হবে।

jagonews24

জানা গেছে, সকাল ১০টায় শহরের বড় চৌরাস্তা মোড় এলাকায় পুলিশের পক্ষ থেকে সচেতনতা ক্যাম্পেইন, র্যালি, আলোচনা সভা ও হেলমেট পরিধান করা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া হেলমেটবিহীন চালকদের স্বল্পমূল্যে হেলমেট কেনার কার্যক্রম শুরু করা হয়।

পুলিশের সচেতনতামূলক এই কার্যক্রমে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফয়সাল আহমেদ, আবু সাইয়েদসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তা ও পথচারীরা উপস্থিত ছিলেন।

jagonews24

জেলা পুলিশ সুপার মোহম্মদ শহীদুল্লাহ বলেন, মোটরসাইকেল চালানোর সময় নিজের সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। কোনো অবস্থাতেই অবহেলা করা যাবে না, কারণ আপনার জীবনের সঙ্গে আরও অনেকগুলো মানুষের জীবন সম্পৃক্ত।

তিনি আরও বলেন, নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচল করতে অবশ্যই মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে। পুলিশ ইচ্ছে করে কাউকে জরিমানা করতে চায় না।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।