নারায়ণগঞ্জ থেকে যেসব শর্তে চলবে লঞ্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০২২

ঈদে যাত্রীদের চলাচলের স্বার্থে নারায়ণগঞ্জ রুটে এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে লঞ্চ চালু হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১৮টি লঞ্চ চলাচল করছে। তবে এসব লঞ্চ চলাচলের জন্য কিছু শর্ত মানতে হবে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বাবু লাল বৈদ্য বলেন, শর্ত সাপেক্ষে ১৮ টি লঞ্চ চালু  হয়েছে। পরীক্ষামূলকভাবে এ রুটে এক মাস লঞ্চ চলবে।

jagonews24

শর্তগুলোর মধ্যে রয়েছে, লঞ্চগুলোর রুট পারমিট ও সময়সূচি জারি করতে হবে। ৩০ এপ্রিলের মধ্যে ১৮টি লঞ্চকে সানকেন ডেক বিশিষ্ট নৌযানের স্থলে হাইডেক বিশিষ্ট নৌযান প্রতিস্থাপন করার অঙ্গীকার দিতে হবে। আগে চালুকৃত এমভি নিউ আরিফ, এমভি সম্পা, এমভি গ্রিন ওয়াটার-৭ ও সোনার তরী-৫ লঞ্চের সঙ্গে সময়সূচি সমন্বয় করতে হবে। নির্দিষ্ট লেনে চলাচল এবং সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাধ্যতামূলকভাবে বিএইচএফ সংযোজন, সার্ভে সনদে উল্লেখিত মাস্টার ও ড্রাইভার দ্বারা লঞ্চ পরিচালনা এবং সার্ভে সনদে উল্লেখিত সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জামাদি লঞ্চের যথাস্থানে রাখতে হবে। আগামী ২০ মে পুনরায় যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বদিউজ্জামান জাগো নিউজকে বলেন, ১৮টি লঞ্চ চালু হয়েছে। কিন্তু বিআইডব্লিউটিএ যে সমস্ত শর্তারোপ করে দিয়েছে সেগুলো কতটা মনতে পারবে জানি না। এসব শর্ত মেনে ব্যবসা করাটা অনেক কঠিন। বিআইডব্লিউটিএ আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।