বিএনপি নেতাকে ছুরিকাঘাতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৬ এপ্রিল ২০২২
বিক্ষোভ ও মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সোনারগাঁ ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক মামুন মাহমুদকে (৫৪) ছুরিকাঘাতের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ইউটার্ন এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

মানববন্ধনে মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বিএনপির সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব শাহ আলম হীরা, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী মনির, টিএইচ তোহা, বিএনপি নেতা কবির হোসেন, যুবদল নেতা রাসেল, ইব্রাহীম, শাহজালাল কালু, ওসমান গণি, আক্তারুজ্জামান ও রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে পল্টনের কস্তূরী হোটেলের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করা হয়। তার শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।