ফেসবুকে মাফ চেয়ে স্ট্যাটাস, ঘরে মরদেহ মিললো কলেজছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৬ এপ্রিল ২০২২
ইমন খন্দকার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে ইমন খন্দকার (১৭) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইমন খন্দকার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকার ইলিয়াছ খন্দকারের ছেলে। সে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

ফেসবুকে তার সবশেষ স্ট্যাটাসটি ছিল—‘আমাকে সবাই মাফ করে দিয়েন যদি কারো কাছে ভুল করে থাকি। মামা আপনি আমার মাইরে আর বোনরে দেইখেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)।’

স্থানীয়রা জানান, কয়েকমাস আগে ইমনের বাবা ইলিয়াছ খন্দকার কাউকে না জানিয়ে তার মা ও বোনকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যান। দুইমাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাতো ইমন। সম্প্রতি তার অটোরিকশাটি চুরি হয়ে যায়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে ইমন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর সকালের কোনো এক সময় সে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।