রমজানে ছিন্নমূলদের দুবেলা খাবার দিচ্ছে কুয়াকাটা জন্মভূমি ক্লাব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৭ এপ্রিল ২০২২
ছিন্নমূলদের খুঁজে খুঁজে দেওয়া হচ্ছে খাবার

পটুয়াখালীর কুয়াকাটায় ছিন্নমূলদের খুঁজে খুঁজে খাবার দিচ্ছে ‘কুয়াকাটা জন্মভূমি ক্লাব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তিন বছর ধরে চলা এ কার্যক্রমে প্রশংসা কুড়াচ্ছেন তারা।

সংগঠনের বর্তমান সভাপতি কেএম বাচ্চু জাগো নিউজকে বলেন, প্রথমে সপ্তাহে একবার আমরা খাবার দেওয়া শুরু করি। করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ হয়ে হয়ে যাওয়ায় ছিন্নমূল মানুষগুলো আরও অসহায় হয়ে পড়ে। তখন থেকে আমরা প্রতিদিন দু’বেলা খাবারের ব্যবস্থা করি। পরবর্তীতে হোটেল-মোটেল চালু হলে ফের সপ্তাহে একদিন খাবার দেওয়া শুরু করি। বর্তমানে রমজান মাস হওয়ায় আবার দুবেলা খাবার দিচ্ছি।

jagonews24

সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান জাগো নিউজকে বলেন, খাবার সরবরাহের পুরো কার্যক্রম আমরা সদস্যরা করে থাকি। বাজার, রান্না, টাকা তোলা, খাবার সরবরাহসহ সবকিছুই আমাদের করতে হয়। রান্না শেষে সদস্যরা দিন ও রাতে দুবেলা খুঁজে খুঁজে ছিন্নমূল মানুষদের খাবার দিয়ে থাকে।

মেহেদি হাসান আরও বলেন, আমরা শুধু খাবারই দেই না, তাদের চুল কাটা, পোশাক পরিবর্তন, গোসল করানো, চিকিৎসা করা, অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াসহ সব ধরনের সহযোগিতা করে থাকি।

jagonews24

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জাগো নিউজকে বলেন, এটি একটি ভালো কাজ। আমরাও তাদের সবসময় সহযোগিতার চেষ্টা করি।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জাগো নিউজকে বলেন, কুয়াকাটায় সবসময়ই মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের উপস্থিতিটা বেশি থাকে। এদের খাবার দেওয়াসহ সার্বিক সেবা করে থাকে কুয়াকাটা জন্মভূমি ক্লাবের সদস্যরা। কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও তাদের সহযোগিতায় নিয়োজিত থাকবো।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।