চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৭ এপ্রিল ২০২২
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলাককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে মোজাম্মেল হক মিশু (৩১) নামের ওই চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ায় অটোরিকশা চালাতেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তসহ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে।

জাহিদ খন্দকার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।