মাথা গরম হলে বেশি সময় পাবেন না: শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০২২

প্রতিপক্ষের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সব অশুভ শক্তির বিরুদ্ধে খেলতে নামবো। পাঁচ মিনিটও টিকবেন না। যদি কোনোভাবে মাথা গরম হয় তাহলে কিন্তু সময়ও বেশি পাবেন না।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এক ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। শহরের লা-ভিস্তা রেস্টুরেন্টে জেলা শ্রমিক লীগের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘সংগঠনকে বিভক্ত করার চেষ্টা করলে পারবেন না। আমরা মাঠে নামবো। শরীরটা একটু খারাপ, বিদেশে যাবো চিকিৎসা নিতে। হয়তো জুন মাস থেকেই মাঠে নামবো। আমরা প্রমাণ করবো জনগণের সামনে কোনো ষড়যন্ত্র টেকেনি, ভবিষ্যতেও টিকবে না। আমরা মৃত্যুমুখেও বলি শেখ হাসিনাকে বাঁচান। এ নারায়ণগঞ্জকে কেউ ভাঙতে চাইলে দাঁতভাঙা জবাব দেবো।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যুবরণ না করলে আমরা আজ জাপানের মতো বড় দেশে থাকতাম। কাজ করে কূল পেতাম না। শেখ হাসিনা না থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে। শেখ হাসিনাকে বাংলাদেশের জন্য দরকার।’

শামীম ওসমান বলেন, ‘লন্ডনের এক খুনি তাদের এক এমপিকে দিয়ে সংসদে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হয়েছে। আমি পার্লামেন্টেই উত্তর দেবো। যারা সততার মুখোশ পড়ে আছেন সাবধান। কেউ বড় বড় কথা বললে মুখোশটা উন্মোচন করে দেবো। বেঁচে থাকলে রাজপথে দেখা হবে।’

জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।