পটুয়াখালীর বদরপুরে উদযাপিত হচ্ছে ঈদ
পটুয়াখালীর বদরপুরের দরবারে শরীফে রোববার (০১ মে) সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বদরপুর দরবার শরীফ মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম ঈদের নামাজে ইমামতি করেন।

বদরপুর দরবার শরীফের নাজমুছ সাদাত বলেন, আফগানিস্তানের ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। এছাড়াও নাইজেরিয়া এবং মালি ও পাকিস্তানের উজিহান প্রদেশের আকাশে চাঁদ দেখা দেওয়ায় পটুয়াখালীর বদরপুরসহ কয়েকটি গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে।

এদিকে বদরপুর দরবার শরীফ ছাড়াও জেলার আরও কয়েকটি এলাকায় আজ ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে।
আব্দুস সালাম আরিফ/এফএ/এমএস