ঈদের দিনে বকেয়া বেতনের দাবিতে অনশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৩ মে ২০২২

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঈদের দিনে অনশন করেছেন বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

ঈদুল ফিতরের দিন মঙ্গলবার (৩ মে) বেলা ১২টায় শহরের চাষাঢ়া এলাকার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন করেন। এসময় তারা বোনাস ও কারাখানা বন্ধের প্রতিবাদ জানিয়েছেন।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেডের প্রায় ৭০০ শ্রমিক কাজ করে। তাদের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। গত ২০ এপ্রিল বেতন ও ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু এদিন শ্রমিকেরা কারখানায় গিয়ে দেখে কারখানা বন্ধ। এরপর থেকেই তারা আন্দেলন শুরু করে। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় তারা আজ অনশন করেছেন।

কারখানার শ্রমিক সাগর হোসেন বলেন, গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করেও কোনো সামাধান পাচ্ছি না। আজ ঈদের দিন। ঈদের দিনে সেমাই পর্যন্ত খেতে পারি নাই। কোনো উপায় না পেয়ে অনশনে বসেছি।

শ্রমিক আসমা খাতুন বেগম বলেন, আমাদের ঘরে খাবার নেই। বাসা ভাড়া দিতে পারছি না। বেতনের জন্য পথে পথে ঘুরছি। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই আমাদের বেতন দেওয়ার ব্যবস্থা করার জন্য।

এ বিষয়ে শিল্প পুলিশ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বেকা গার্মেন্টসের মালিক পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। শ্রমিকদের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছি।

মোবাশ্বির শ্রাবণ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।