ঈদের দিন গাইবান্ধায় সড়কে প্রাণ গেলো ২ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৭ এএম, ০৪ মে ২০২২

ঈদের দিন গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ বিভাগের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ানের শরিফ উদ্দিনের ছেলে আহসান হাবীব (২২) এবং সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আহসান হাবীবের ছেলে লাবণ্য (১৮)।

মঙ্গলবার (৩ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে গাইবান্ধা জেলা হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিপন কুমার জানান, ঈদের দিন দুপুর থেকে বিভিন্ন জায়গা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা বেশি এসেছে। আহতদের মধ্য দুইজন মারা গেছেন। এখন গাইবান্ধা জেলা হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন ভর্তি রয়েছেন। বাড়ি ২৪জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন।

তিনি আরও বলেন, বেশিরভাগেই মোটরসাইকেল এবং অটোরিকশা দুর্ঘটনা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন তিনি।

জাহিদ খন্দকার/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।