মাঝপথে হঠাৎ চলন্ত ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ এএম, ১২ মে ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রুপসী মোড় এলাকায় মালামাল বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১১ মে) রাতে রুপসী মোড় এলাকার গাজী টায়ার ফাক্টরির সামনে আল মদিনা ট্রন্সপোর্টের ট্রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চলতি পথে হঠাৎ ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকের ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

jagonews24

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে কিছুক্ষণ সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়ায় ট্রাকের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এরপর গাড়িতে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, গাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে গাড়িটির চালক পালিয়ে গেছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।