নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ তিন যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৪ মে ২০২২
র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক তিন যুবক

নারায়ণগঞ্জের বন্দর থেকে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৪ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাবের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৩ মে) দিনগত রাতে উপজেলার একরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বন্দরের মো. জসিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৭), নয়ানগর এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. মাসুদ (৩৭) ও কল্যাণদি এলাকার নিয়ামত আলীর ছেলে শেখ সোহান (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি ও চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিলো।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।