পচা মাংস বিক্রি, বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৪ মে ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় পচা গরুর মাংস বিক্রির দায়ে মো. বেল্লাল মুন্সি (৩২) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টার দিকে পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

meat2

একইসময় কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর ওপর যাত্রীবাহী বাস এবং অটোরিকশা পার্কিং করে যাত্রী ওঠানামা করার দায়ে আটজন চালককে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু বক্কর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুধু পচা মাংসই নয়, অস্বাস্থ্যকর কোনো প্রকার খাদ্যদ্রব্য বিক্রি করা যাবে না। আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।