পুলিশ কর্মকর্তাকে মারধর, দেড় শতাধিক মুসল্লির নামে মামলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১১ জুন ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী শাহী জামে মসজিদে পুলিশের এসআইকে মারধরের ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২৫ জনের নামে মামলা হয়েছে।

শনিবার (১১ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক মুসল্লিদের মারধরের শিকার হন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জুমার নামাজের পর আদমজী শাহী জামে মসজিদে বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক। বক্তব্যে তিনি বলেন, ‘ভারতের বিষয়টি যাতে আমাদের দেশে কোনো প্রভাব ফেলতে না পারে এবং কোনো বিশৃঙ্খলা-নৈরাজ্য সৃষ্টি না হয়।’ এ বক্তব্যের জেরে কিছু উচ্ছৃঙ্খল যুবক তার ওপর হামলা করে।

মামলায় আরও বলা হয়, আজিজুল হক ৬ নম্বর বিট পুলিশের ইনচার্জ হিসেবে ওই এলাকায় মাদক, কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। মামলায় উল্লেখিত এবং অজ্ঞাতনামারা তার ওপর পূর্ব আক্রোশ থেকে এ ঘটনা ঘটায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।